পিবিএ,নরসিংদী : নরসিংদীর চরসিন্ধুরে দুই দিন ব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পলাশ উপজেলার প্রাচীনতম চরসিন্দুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি।
উদযাপনের প্রথম দিনে শুক্রবার বর্ণাঢ্য র্যালী, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের ৭১ সাল ব্যাচের প্রাক্তন দুই শিক্ষার্থী ও নরসিংদীর পলাশ থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপএবংশিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন।
স্কুলের স্মৃতিময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো: শাহ আলম শফিকুল আজম কাজল, মোতাহার হোসেন হান্নান, সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী আওরঙ্গজেব, মিজানুর রহমান, জহিরুল হকসহ প্রাক্তন ছাত্ররা।
অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে এসময় র্যালীতে বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের প্রথম দিনের দ্বিতীয়পর্বে বিশিষ্ট জনদের নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে স্মৃতিচারণ ও দেশের খ্যতনামা শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃকিত অনুষ্ঠান পরিবেশিত হয়ে। প্রথম দিনে নতুন ও পুরাতনদের উপস্থিতিতে আনন্দঘন মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গন ।
পিবিএ/এসইআর/এমএসএম