নর্দ্দায় ছাত্র বিক্ষোভে ভিপি নূরের সংহিত প্রকাশ

নর্দ্দায় ছাত্র বিক্ষোভ
নর্দ্দায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভরত ছাত্র দের সাথে একাত্মতা প্রকাশ করেন ডাকসু ভিপি নূরুল হক নূর।

পিবিএ, ঢাকা: ঢাকার নর্দ্দায় বাসচাপায় সহপাঠীর মৃত্যুর পর সড়ক অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে গিয়ে নিরাপদ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। সেই সাথে বিক্ষুব্ধ ছাত্রদেরকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি।

ডাকসু ভিপি বলেন, “ছাত্রসমাজকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন বানচালে বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে ছাত্রসমাজ দাতভাঙা জবাব দেবে।”

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ একাত্মতা প্রকাশ করেছে। এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলনে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। তবে এই আন্দোলনে আঘাত করা হলে ‘দাত ভাঙা’ জবাব দেওয়া হবে।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে সুপ্রভাত কোম্পানির একটি বাসের চাপায় মারা যান বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী।তার মৃত্যুর খবর পেয়ে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিক্ষোভের এক পর্যায়ে সকাল ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হন। বাসচালকের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।তার আশ্বাসেও রাস্তা ছাড়েননি শিক্ষার্থীরা। মেয়র চলে যাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে সেখানে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

এরপরেও সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বিকাল পৌনে ৫টায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে নিয়ে সেখানে যান নূর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র নুরুল হক নূর সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে প্রথম কাতারে ছিলেন। ওই আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হয়েছিলেন তিনি।

গত ১১ মার্চ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...