ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও সাভার এলাকায় পচা, নষ্ট, লেবেলবিহীন খেজুর, সেমাই এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, বেশ কিছুদিন যাবৎ অসাধু ব্যবসায়ীরা পচা, নষ্ট, লেবেলবিহীন খেজুর, সেমাই এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
প্রাথমিক অনুসন্ধানের পর গতকাল র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও সাভার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় পচা, নষ্ট, লেবেলবিহীন খেজুর, সেমাই এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ লাখ টাকা জরিমানা প্রদান করেন।
এর মধ্যে হাবিবা ফুড প্রোডাক্টকে দুই লাখ টাকা, সাইফুল ফুড প্রোডাক্টকে ৩ লাখ টাকা, আর.টি.আর. ক্যাবল লিমিটেডকে ৩ লাখ, বেটকো পাওয়ার লিমিটেডকে ৫ লাখ টাকা, ও সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজকে ২০ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।