নাইজারে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭৩

পিবিএ ডেস্ক: আফ্রিকার দেশ নাইজারের পশ্চিম অঞ্চলে একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অনন্ত ৭৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলায় ১২ জন সেনা সদস্য আহত হয়েছেন। কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হামলা। তবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। দেশটির সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বুধবার তিলাবেরি অঞ্চলের ইনেটেস শহরে এ হামলা হয়।

খবরে বলা হয়, নাইজারের পশ্চিমাঞ্চলে অসংখ্য বিদেশি ও আঞ্চলিক সেনা মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও সেখানে ব্যাপক তৎপর আল-কায়েদা ও আইএসের মতো জঙ্গি দলগুলো। এছাড়া একাধিক বিদ্রোহ দলও তৎপর সেখানে।

তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসসৌফৌ কাতাম্বে বলেন, বুধবারের ইনেটেসে মালি সংলগ্ন সীমান্তে কয়েকশ’ জঙ্গির সঙ্গে সেনাদের তীব্র লড়াই হয়েছে। হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নাইজারে বিদ্রোহীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সশস্ত্র দল ব্যাপক অঞ্চলজুড়ে বিস্তার লাভ করছে। সেসব দলের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে নিরাপত্তাবাহিনী।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...