পিবিএ, ঢাকা: নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাগরিক সমাজ গ্রুপগুলো। তারা বলছে, রবিবার নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার পর সহিংসতায় এসব ব্যক্তির মৃত্যু হয়। ২০১৫ সালে নির্বাচনী সহিংসতায় যতজনের মৃত্যু ঘটেছিল এবার তার চেয়ে বেশি লোক নিহত হয়েছেন বলে গ্রুপগুলো জানাচ্ছে।
এ ব্যাপারে ৭০টির বেশি নাগরিক সমাজ গ্রুপকে প্রতিনিধিত্বকারী সিচুয়েশন রুম নামের একটি সংগঠনের আহ্বায়ক ক্লেমেন্ট এনওয়াঙ্কও বলেন, দেশজুড়ে আটটি প্রদেশে নির্বাচনী সহিংসতায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে লাগোসভিত্তিক কনসালটেন্সি এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, দেশজুড়ে নির্বাচনী সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছে।
তবে নিহতদের সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
পিবিএ/এএম