নাগরিক পঞ্জির নতুন খসড়া তালিকায়ও নেই লক্ষাধিক নাম

পিবিএ ডেস্ক: আসামে গত বছর ৩ কোটি ২৯ লক্ষ মানুষ নাগরিক পঞ্জির তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। এদের মধ্যে ২ কোটি ৮৯ লক্ষের নাম ৩০ জুলাইয়ের চূড়ান্ত তালিকায় প্রকাশিত হয়েছিল। ৪০ লক্ষের নাম বাদ পড়েছিল তালিকা থেকে।

২০১৮ সালের জুলাই মাসে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে এঁদের নাম এনআরসি তালিকাভুক্ত হলেও নতুন খসড়ায় বাদ পড়ল নাম। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

আসামের এনআরসি স্টেট কো-অরডিনেটর প্রতীক হেজেল বলেন, “নাগরিকত্ব আইন, ২০০৩’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী আজ এনআরসি থেকে বাদ পড়া ১ লক্ষ ২ হাজার ৪৬২ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে”।

এঁদের মধ্যে ফের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেন ৩৬ লক্ষ মানুষ। ৩১ জুলাইয়ের মধ্যে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে, জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...