নাঙ্গলকোটে এক যুবকের লাশ উদ্ধার

মোঃ তাজুল ইসলাম মিয়াজী,কুমিল্লাঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির মন্তলী ব্রিজের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ । নিহত যুবক পাশের শ্রীরামপুর গ্রামের মৃত মনতু মিয়ার ছেলে মহসিন। সেই তিন ছেলে এক মেয়ের বাবা। নিহতের স্ত্রী সামছুন নাহার বলেন, শুক্রবার বিকালে তার স্বামি মহসিন বাড়ী থেকে বের হয়। রাতে বাড়ীতে আর ফিরে আসেনি। সকালে খুনের খবর জান্তে পারি।

নিহতের বড় ভাই এয়াছিন বলেন- সকালে বিভিন্ন লোক জনের কাছে শুনি একটি লাশ মন্তলী ব্রিজের পাশে আবুল কালামের জমিতে পড়ে আসে। তখন দেখি ওই ব্যাক্তির লাশ মহসিনের।

তিনি আরো বলেন, গত ৬ মাস আগে মৃত মহসিনের সাথে বাঙ্গড্ডা ইউপি পরিকোট বেছু কবিরাজের মেয়ের জামাই ও তার ছেলের সাথে ১০ হাজার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়, পরে গ্রাম শালিসে মধ্যে মহাসিনকে ৫ হাজার টাকা দেয়, বাকী টাকা পারে দিবে বলে, এবং পরে বাকী টাকা চাইতে গেলে তাকে হত্যা হুমকি দেয়, এবং তারায় মহাসিকে হত্যা করতে পারে এমন অভিযোগ নিহতের বড় ভাই।

লাশের শরীলের বিভিন্ন অংশে অস্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিবিএ/এসডি

আরও পড়ুন...