পিবিএ, নাঙ্গলকোট : বিশ্বব্যপি মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস জেনেও জীবনের কথা চিন্তা না করে মাঠে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে সাংবাদিকরা, এমনকি নিজের পরিবার ও সন্তানদের কথা চিন্তা না করে ও প্রতি মূহুর্তের খবরা-খবর জানাচ্ছে মানুষকে, সতর্ক করছে দেশ ও জনগণকে, এতে হত্যা,খুন, গুম, এমনকি হুমকির মুখোমুখি হচ্ছে সাংবাদিকরা।
তেমনি কুমিল্লার নাঙ্গলকোটে সংবাদ প্রকাশের জেরে মানহানি ও হত্যার উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে অপ-প্রচারের ঘটনায় সাধারণ ডাইরি করেছেন- মোহনা টিভির নাঙ্গলকোট প্রতিনিধি ও স্থানীয় অনলাইন নাঙ্গলকোট নিউজ২৪ টিভির ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন রিয়াজ, ও কুমিল্লা টিভির রিপোর্টার শরীফ আহমেদ মজুমদার, নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করা হয়।
জিডি সুত্রে জানা যায়, বুধবার উপজেলার পেরিয়া ইউনিয়নের জোড় পুকুরিয়া গ্রামে দু’টি অসহায় পরিবারের ওপর দফায় দফায় সন্ত্রাসী হামলায় ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে, এতে অনলাইন কুমিল্লা টিভি ও নাঙ্গলকোট নিউজ২৪ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেলাল হোসেন রিয়াজ ও শরীফ আহমেদ মজুমদাকে হত্যার হুমকি দেয়, এবং ওই দু’সাংবাদিকের ছবি পোষ্ট দিয়ে, নানা অপ-প্রচার চালাচ্ছে পেরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদের ছেলে মাহফুজ মিয়াজি, জোড়পুকুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে তুহিন মিয়াজি ও সোলতান আহাম্মদের ছেলে পারভেজ মজুমদার।
পরে এ ঘটনায় জীবনের নিরাপত্তার ছেয়ে ওই দুই সাংবাদিক পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান (তদন্ত) কর্মকর্তা আশরাফুল ইসলাম।
পিবিএ/মোঃ তাজুল ইসলাম মিয়াজী/এমএ