নাচতে নাচতে হঠাৎ খুলে গেল লেহঙ্গা (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: তিনি উত্তম কুমারের বাড়ির হবু বৌমা। ঠিকই ধরেছেন, গৌরব চক্রবর্তীর বান্ধবী দেবলীনা কুমারের কথাই হচ্ছে। সম্প্রতি ‘রঙ্গোবতী’ নাচে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন দেবলীনা। তাছাড়া দেবলীনা নাচেনও খুব ভাল। প্রায়শই বিভিন্ন জায়গায় থাকে তাঁর শো। তেমনই এক লাইভ শোয়ের ভিডিও নিজেই শেয়ার করেছেন নায়িকা।

https://www.instagram.com/p/B6Nc2KEALlt/

নাচার সময় নানারকম অঘটন ঘটেই থাকে। পোশাকের গন্ডোগোল হওয়াও খুবই স্বাভাবিক। তবে নিজের স্বপ্রতিভতা দিয়ে তাকে ঢেকে দেওয়াই হল আসল পারদর্শীতা। সেই পারদর্শীতাই দেখিয়েছেন দেবলীনা। এতটুকুও অপ্রস্তুত না হয়ে প্রকাশ্য মঞ্চেই পুরো বিষয়টা সামান দেন তিনি।

পিবিএ/বিএইচ

https://www.instagram.com/p/B6iBYLqAq5y/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

আরও পড়ুন...