পিবিএ: অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যাদের অভিনয় একদম ছোটবেলা থেকে দেখে আসছি। সৌভাগ্যবশত তাদের সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে কাজের সুযোগ পেয়েছি। তারা সত্যিই জিনিয়াস এবং মজার মানুষ। তাদের সঙ্গে কাজ করতে গেলে শেখার অনেক কিছু থাকে। শুটিংয়ের সময়টা অনেক ভালো কাটে। সেটে তাদের কাছ থেকে শেখা যায়, সঙ্গে বিনোদনও থাকে। আলাদা করে নামগুলো বলতে চাইনে।
পর্দায় প্রিয় অভিনয়শিল্পী
অনেকের অভিনয়ই ভালো লাগে। বলিউডের ক্ষেত্রে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং। আমাদের দেশে বিশেষ করে সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তাদের অভিনয় ভালো লাগে।
শুটিং যখন দেশের বাইরে
দেশের বাইরে যখন কোনো প্রজেক্টে কাজ করতে যাই, তখন আমাদের সবার মাঝে যে বন্ধুত্ব গড়ে উঠে, তা আমি উপভোগ করি। নাটকে কাজ করতে যে পরিমাণ ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে সিরিয়ালে কাজ করতে। কারণ অনেক দিন পর্যন্ত সবাই একসঙ্গে কাজ করা হয়।
‘হলে’ গিয়ে দেখা প্রথম সিনেমা
জীবনে প্রথম হলে গিয়েছিলাম চট্টগ্রামে। ‘আলমাস’-এ তখন ‘মনপুরা’ চলছিল। সম্ভবত ২০০৮ কিংবা ২০০৯ সালে। মেয়েদের ক্ষেত্রে হলে গিয়ে সিনেমা দেখা আসলে এডভেঞ্চারাস। যদিও সিনেমাটা দেখে মনে হয়েছিল অনেকদিন পর বেশ ভালো একটা সিনেমা দেখেছি। সবমিলিয়ে সে দিন খুব ভালো লেগেছিল। এখন ঢাকায় আসার পর অনেক সিনেমা হল। কিন্তু সব সিনেমা হলের পরিবেশ সমান না। তবে বেশ কিছু সিনেমা হলে গিয়ে দেখেছি।
পিবিএ/এমআই