নাটোরের বিভিন্ন স্থান থেকে ১৭ জন মাদক সেবী গ্রেফতার

পিবিএ,নাটোর: নাটোরে শহরে বিভিন্ন স্থান থেকে ১৭ জন মাদক সেবী কে গ্রেফতার করেছে র‌্যাব।
নাটোর র‌্যাব-৫ (সিপিসি-২) এর একটি অপারেশন দল গতকাল রাতে নাটোর শহরে মল্লিকহাটি এলাকয় অভিযান পরিচালনা করে মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১ গ্রাম হেরোই, ১০ গ্রাম গাঁজা, ২ টা কলকি, কাঠের টুকরো,কাটার, ৪ টি মোবাইল ফোন, ৭ টি সিম কার্ড, ৪ টি মেমোরি কার্ড সহ আসামী ১।

মোঃ ইমরুল কায়েস (২৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-তেরাইল, থানা-বড়াইগ্রাম এপি শ^শুর মোঃ রহমান প্রামানিক, সাং- চক বৈদ্যনাথ, ২। মোঃ মোকছেদ (২৬), পিতা-নুরুনবী ড্রাইভার, সাং- চৌধুরী বড়গাছা, ৩। আলহাত @ বাবু (৩২), পিতা- ফরহাদ আলী, সাং-বনবেলঘড়িয়া বাইপাস মোড়, ৪। মোঃ সাগর (২৬), পিতা- মৃত রহিদুল, সাং- বনবেলঘড়িয়া, ৫। মোঃ কালু (৩৩), পিতা-মৃত হায়দার আলী, সাং-হুগোলবাড়িয়া, ৬। মনজু খামারু (৩২), পিতা- আকরাম খামারু, সাং- ভাটোদারা, ৭। মোঃ আনোয়ার (২৮), পিতা- মোঃ কোরবান আলী, ৮। মোঃ সাত্তার (৩৫), পিতা- মোঃ জলিল মুন্সি, ৯। মোঃ খোরশেদ আলম (৩২), পিতা- মোঃ মজিবর রহমান, সর্ব সাং- একঢালা কালুর পুকুর পাড়, ১০। মোঃ উজ্জল (২৬), পিতা- ওসমান গনি, সাং- তেবাড়িয়া উত্তর পাড়া, ১১। মোঃ বাবু প্রামানিক (৩০), পিতা-মোঃ ইসাহাক আলী প্রামানিক, সাং-চকতাবাড়িয়া, ১২। মিঠুন সরকার, পিতা- মানিক সরকার, সাং-উত্তর চৌকিরপাড়, ১৩। বিপুল রায় (৩৪), পিতা-বিশ^নাথ রায়, সাং-বড়গাছা পালপাড়া, ১৪। মোঃ জসিম (৩২), পিতা- মোঃ সেলিম, সাং-উত্তর পটুয়াপাড়া ঝাউতলা, ১৫।

মোঃ বিপ্লব (২৫), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং-নারায়নকান্দি নবীনগর, ১৬। মোঃ আরমান হোসেন (২২), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- একঢালা কালুর পুকুর পাড় পানগেট, ১৭। মোঃ রিপন (২৭), পিতা- মৃত আবুল হোসেন, সাং- বনবেলঘড়িয়া বাইপাস মোড়, হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে আসিয়া উল্লেখিত স্থানে একত্রিত হইয়া মাদক সেবন করিতেছিলেন বলে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...