পিবিএ,নাটোর: নাটোরে সিংড়া থেকে স্যুটার গান ও ৪ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী সোহেল রানা (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার (২৪মে) দুপুরে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা সিংড়া উপজেলার ঠেংগাপাকুরিয়া গ্রামের মৃত ইসমিইল হোসেনের ছেলে। নাটোর র্যাব-৫ এএসপি রাজিবুল আহমাদ বলেন, উপজেলার আয়েশ বাজার থেকে তাকে আটক করে র্যাব।
সে ঠেংগাপাকুরিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পিবিএ/এআই/আরআই