পিবিএ,নাটোর: নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের ৫ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া কয়েক’শ বানভাসীনারী-পুরুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকএমপি। বুধবার দুপুরে ত্রাণ বিতরণকালে এসময় অন্যান্যের মধ্যে কলম ইউপি চেয়ারম্যান মইনুলইসলাম চুনু, সিংড়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন এবং সরকারীকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, বন্যার্ত মানুষদের খাদ্য ওচিকিৎসা সহায়তা প্রদানসহ বাধ রক্ষায় নানা রকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জননেত্রী শেখহাসিনার সরকার একটি মানুষকেও অনাহারে অর্ধাহারে রাখবেন না।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি