পিবিএ,নাটোর: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নাটোরে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও হ্যান্ড সেনিটাইজার এবং মাস্ক কাঁচা তরকারী বাজারে , মুদির দোকানে, রিক্সাচালক ও পথচারীদের প্রতিদিনের মত আজও স্বাস্থ সুরক্ষা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তজা আলী বাবলু। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরে নিচে বাজার পৌরসভার সামনে থেকে শুরু করে নিচে বাজার কাঁচাবাজার থেকে লালবার এলাকা পর্যন্ত ১২০০ মাস্ক ,১২০০ লিফলেট ও১২০০ হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সদর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল, জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক ফিরোজ , ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী ,মোহনা টিভি সাংবাদিক রাশেদুল ইসলাম, সাংবাদিক গোলাম গাউস ,সহ যুবলীগ ,ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি