নাটোরে খাদ্য গুদামে গম ,ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

পিবিএ,নটোর: নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার খাদ্য গুদামে অভ্যন্তরীন খাদ্যশস্য গম ,ধান ও চাল সংগ্রহ ২০১৯ উদ্বোধন করা হয়ছে। সোমবার দুপুরে সদর উপজেলার এলএস ডি গুদামে চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে মোট ৪ হাজার ৪১ মেট্রিকটন গম ও ২৬ টাকা কেজি দরে মোট ৩হাজার ৮৮ মেট্রিকটন ধান, সিদ্ধ চাল ৩৬ টাকা দরে ২হাজার ৭শত ২১ মেটিট্রন ,আতপ চাল ৩৫টাকা দরে ২শত ২৩ মেট্রিটন সংগ্রহ উদ্বোধন করনে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নাটোরে খাদ্য গুদামে গম ,ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
নাটোরে খাদ্য গুদামে গম ,ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

এসময় গম ,ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানে জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত র্কমর্কতা শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা এল এস ডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ,

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল্লা আল সাকিব বাকি, জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমি বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাস মাসুম সহ ধান,চাল ও গম সংগ্রহের ডিলার এবং গনমাধ্যম কর্মিগন।

 

পিবিএ/আরআই

আরও পড়ুন...