পিবিএ,নাটোর: নাটোরের র্যাব কতৃক নওগাঁ জেলার রাণী নগর থেকে ২ কেজি গাঁজা ও ৪৮ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
নাটোর র্যাব-৫ (সিপিসি-২) এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে আজ বুধবার সকাল ১০টার দিকে নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালীকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মৃত আঃ জলিল এর ছেলে আঃ রাজ্জাক (৩৮) ও জয়পুরহাট সদরের জগদীশপুর গ্রামের মোঃ জয়নাল মন্ডলের ছেলে মোঃ মজনু রহমান কে হাতে নাতে আটক করে ।এসময় তাদের কাছ থেকে ২ কেজি ,৪৮ বোতল ফেন্সিডিল ,২ টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড ,২টি মেমোরি কার্ড ,একটি মটরসাইকেল জব্দ করা করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত ফেন্সিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নওগাঁ জেলার রানীনগর থানায় মামলা রুজু করা রয়েছে।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি