নাটোরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক আটক

 নাটোরের বাগাতিপাড়ায় একা পেয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গফুরাবাদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক আটক করেছে পুলিশ
ছাত্রীকে ধর্ষণচেষ্টা

পিবিএ,নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় একা পেয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গফুরাবাদ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক আটক করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম আবুল কালাম। সে ওই বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক। রবিবার (২১ এপ্রিল) সকাল ৭টায় গফুরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়। বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ওই ছাত্রীর অভিভাবকদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার টিফিন পিরিয়ডে ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে শিক্ষক কালাম ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরপর সে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়। এসময় ছাত্রীর চিৎকারে অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে।

পরে ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হলে আজ গফুরাবাদ বাজার থেকে শিক্ষক কালামকে আটক করা হয়। তবে বেশ কয়েকজন ক্ষুদ্ধ অভিভাবক জানান, ন্যাক্কারজনক এ ঘটনার পরও বিদ্যালয়ের শিক্ষকরা অভিযুক্ত কালামকে নিজেদের জিম্মায় রেখে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্ঠা করে।

পিবিএ/এআই/আরআই

আরও পড়ুন...