পিবিএ, নাটোর : নাটোরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, কাফুরয়িা গ্রামের এক ব্যক্তি -৫৫ জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে নাটোর হাসপাতালের একটি দল ঘটনাস্থলে গেছেন নমুনা সংগ্রহের জন্য । এই নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হবে। পরীক্ষার পর পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পিবিএ/ মোঃ রাশেদুল ইসলাম / মোআ