নাটোরে নলডাঙ্গায় নারীর লাশ উদ্ধার

পিবিএ, নাটোর : নাটোরের নলডাঙ্গায় আমেনা(৫৮)নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাড়ে ৯ টা দিকে উপজেলার বাঁশিল পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আমোনা বাঁশিলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক স্ত্রী।
নলডাঙ্গা থানার ওসি মো শফিকুর রহমান বলেন, আমেনা বাসিলা গ্রামে একাই একটি বেড়ার ঘরে একা বসবাস করতেন। আজ সকালে প্রতিবেশিরা তার ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পায় কিন্তু আমেনার কোন সাড়া-শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে আমেনার নিজ ঘরের বিছানাতে গলায় কাপড় পেচানো মৃত অবস্থয় দেখতে পায়। এছাড়া ঘরের আসবাবপত্র তছনছ করা অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় এটিকে একটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে, তবে কি কারনে হত্যা করা হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ|
পিবিএ/জেডআই

আরও পড়ুন...