পিবিএ,নাটোর: নাটোর সদরের ফুলশর এলাকা থেকে মহিলাকে দিয়ে প্রতারনার ফাদ পেতে অশ্লীল ছবি তুলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেফতারা হলেন ফুলস্বর গ্রামের আবুল হোসেন, রাজশাহীর চারঘাট হলিদাগাছী গ্রামের শরিফা আক্তার সাথী , নাটোর সদর উপজেলার নিশ্চিন্তপুরের ফারুক , অর্জুনপুরের হোসেন আলী, এবং চারঘাট এলাকার শিবপুর গ্রামের নজু। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিংএ এসব তথ্য দেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার আরও জানান, ঢাকা থেকে মিজানুর রহমান ব্যবসায়ীক প্রয়োজনে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। সিরাজগঞ্জে এলে প্রতারক নারী শরিফা আক্তার সাথীর সাথে পরিচয় হয় তার এবং মোবাইল নম্বর আদান প্রদান হয়। পরে ১৫ জুলাই শরিফা আক্তার সাথী বিভিন্ন কৌশলে ব্যবসায়ী মিজানুরকে ফোনে ডেকে সিএনজি যোগে নাটোর সদর উপজেলার ফুলস্বর গ্রামে নিয়ে যায়।
শরিফা আক্তার সাথী ও তার সহযোগীদের যোগসাজোসে ব্যবসায়ী মিজানুর রহমানকে মারপিট করা এবং প্রাননাশের ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ নম্বরে দুইলাখ দশ হাজার টাকা আদায় করে। পরে ব্যবসায়ী মিজানুর রহমানকে আহম্মেদপুরে রেখে পালিয়ে যায় তারা। এঘটনায় মামলা দায়ের হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে প্রতারনা কাজে ব্যবহৃত সিএনজি ও প্রতারকদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি