পিবিএ,নাটোর: নাটোর শহরে পরিত্যক্ত অবস্থায় অপরিণত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা এগারোটার দিকে শহরের আলাইপুর মহল্লার মুসলিম ইনস্টিটিউটের পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কে বা কারা অপরিণত শিশুর মরদেহ মুসলিম ইনস্টিটিউট এর পাশে একটি বাড়ির সিঁড়ির উপরে পলিথিনে মোড়া অবস্থায় শিশুটির মরদেহ ফেলে রেখে যায়। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে তুলে দেয় দাফনের জন্য এই নবজাতকের মরদেহ টি।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি