নাটোরে পুকুর খননের বিরুদ্ধে আবারও ইউএনও’র অভিযান

পিবিএ,বাগাতিপাড়া নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আবারও এক অভিযান পরিচালনা করে খননকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দেবী পালের আদালত উপজেলার দয়ারামপুর ইউনিয়নে এ অভিযান চালান।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দয়ারামপুর ইউনিয়নের রামপুর-চন্দ্রখইর এলাকায় কৃষি জমিতে পুকুর খননের খবর পেয়ে ইউএনও প্রিয়াংকা দেবী পাল অভিযানে যান। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে খনন কাজের সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে সেখানে থাকা খনন কাজের একটি এস্কেভেটর ও মাটি বহন কাজের ব্যবহৃত একটি ট্রাক্টরের গুরুত্বপূর্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে এক ট্রাক্টর চালককে আটকের পর ৫০ হাজার টাকা এবং জমির মালিককে ২০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও একটি এস্কেভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল পিবিএ’কে বলেন, অবৈধ ভাবে পুকুর খনন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/এফআর/হক

আরও পড়ুন...