পিবিএ,নাটোর: দিনদুপুরে গোপালপুর পৌরসভার কাউন্সিলর জামিরুল ইসলামকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জামিরুল ইসলাম নাটোরের লালপুর উপজেলায় গোপালপুর পৌরসভার ৯ নম্বর বিরোপাড়া ওয়ার্ড কাউন্সিলর। তিনি একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
রোববার দুপুর পৌনে ২টার দিকে লালপুরের বিরোপাড়ায় এ ঘটনা ঘটে।
লালপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল জানান, দুপুর পৌনে ২টার দিকে লালপুর বিরোপাড়ার বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন জামিরুল ইসলাম। এ সময় একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে তাকে হতা করা হয়ে থাকতে পারে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
পিবিএ/ এমটি/জেডআই