পিবিএ,নাটোর: নাটোরের সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও শতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করেছেন তথ্য ,যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার বিকালে তিনি সিংড়ার চামারী ইউনিয়নের বিলদহর, কৃষ্ণনগর ও আনন্দনগর এলাকা পরিদর্শন শেষে আনন্দ নগর এলাকায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন, সহ সভাপতি রবিউল করিম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। এসময় প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তার জন্য তাৎক্ষনিখ ভাবে ২৬ মেট্রিকটন চাল ও ৫০টি আম্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চলনবিল বাসীর উন্নয়নের জন্য সরকার ৬৭৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি