পিবিএ,নাটোর: প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিও শিক্ষক কর্মচারীদের অনুকূলে প্রণোদনার অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ৩৮৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে শিক্ষকদের ৫০০০ হাজার টাকা ও কর্মচারীদের ২৫০০ টাকা করে মোট ১৬ লক্ষ ৯০ হাজার টাকা বিতরণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ-র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তজা আলী বাবলু, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল সাকিব বাকি প্রমুখ।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি