পিবিএ, নাটোর : নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার নিহত হয়েছে ও আহত হয়েছে বাসের ৩ জন যাত্রী। সোমবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার আগ্রান সুতির পার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত হয় রবি নামের ট্রাক ড্রাইভার ও আহত হয় শ্যামলী পরিবহন বাসের ৩জন যাত্রী। নিহত ট্রাক চালক কুষ্টিয়ার ভেরামাড়া মসেমপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
আহতরা হলেন, পাবনার মানিকনগর এলাকার মৃত কোরবান আলীর ছেলে বিপ্লব হোসেন (৪০), কুষ্টিয়ার গ্যাদন প্রামনিকের ছেলে জিয়াউল হক(২৮), মেহেরপুর সদরের আনোয়ার হোসেন (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের চট্টগ্রাম থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি আগ্রান সুতির পার নামক এলাকায় এসে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ড্রাইভার ঘটনা স্থলেই মারা যায় ও আহত হয় বাসের ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে।