পিবিএ,নাটোর: নাটোরের বড়াইগ্রামে জান্নাতুল(৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। সে উপজেলার হারোয়া উত্তরপাড়ার জমসেদ আলীর কন্যা। বাড়ির সবার অনুপস্থিতিতে সে শয়ন কক্ষের তীরের সাথে দড়ি দিয়ে ফাঁস নেয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) দিলীপ কুমার দাস জানান, জান্নাতুল বিস্কুট খাওয়ার বায়না করে তার ভাইয়ের কাছে। বিস্কুট না পেয়ে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। জান্নাতুল অতি দরিদ্র ঘরের সন্তান। তার মা অন্যের বাড়িতে ঝি এর কাজ করে। তার নানী দ্বারে-দ্বারে ভিক্ষা করে।
পিবিএ /এনএস/ ইএইচকে