পিবিএ,নাটোর: নাটোরের গুরুদাসপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষ তোজাম্মেল মাষ্টার ও তার লোকজন।
ওই সময় বাড়ীতে থাকা মেয়ে সিংড়া চলনবিল মহিলা কলেজের স্নাতক পড়ুয়া মেয়ে তানজিলাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে এবং ছেলে ইলিয়াসকে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় প্রতিবেশী কলিমুদ্দিনের ছেলে কামরুল ইসলাম ও আমির হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এমনকি তাদের পরিবারের মধ্যে পাল্টা-পাল্টি কয়েকটি মামলা রয়েছ। ঘটনার সময় প্রতিবেশীরা এসে তানজিলা ও ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাঁধা দেয় প্রতিপক্ষ। এঘটনায় পুলিশ গিয়ে ততাদের উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে পাঠান। সেখানে তানজিলার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম পিবিএকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া যায়নি, পেলে প্রয়োজনীয় ব্যস্থা গ্রহন করা হবে।
পিবিএ/আরআই/হক