নাটোরে শিশু প্রোগ্রামারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

পিবিএ,নাটোর: নাটোরে শিশু প্রোগ্রামার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে শুরু হয়েছে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

‌’অবাক হচ্ছে বিশ্ব এবার’ বাংলার শিশুরা প্রোগ্রামার’ এই শ্লোগান নিয়ে শনিবার দুপুরে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টরেট অনিন্দ মন্ডল, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা কো-অডিনেটর জুয়েল রানা, ল্যাব কো-অডিনেটর ও প্রশিক্ষক মৌমিতা ঘোষ প্রমুখ।

শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কো-অডিনেটর ও প্রশিক্ষক মৌমিতা ঘোষ জানান, নাটোর জেলার ছাত্র-ছাত্রীদের প্রোগ্রামিং প্রতিযোগীতায় উৎসাহিত করার লক্ষ্যে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উৎসাহমূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরো জানান, ক্র্যাচ প্রোগামিংয়ে প্রশিক্ষণ কর্মশালা ১৫-১৬ জুন ও পাইথন প্রোগামিংয়ে ১৮-১৯ জুন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া ক্র্যাচ প্রোগামিংয়ে ১৭ জুন আর পাইথন প্রোগামিংয়ে ২০ জুন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা কো-অডিনেটর জুয়েল রানা জানান, ছোট থেকেই শিশুদের প্রোগ্রামিং বিষয়ে ধারণা দিতে আইসিটি ডিভিশন জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার অংশ হিসেবে জেলার চারটি ল্যাবে ৭০জন শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছে।

তিনি আরো বলেন, দুটি শিফটের মধ্যে প্রথম শিফটে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ক্র্যাচ প্রোগামিংয়ে অংশগ্রহণ করবে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাইথন প্রোগামিংয়ে অংশ নিবে। প্রশিক্ষণ কর্মশালা শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...