পিবিএ,নাটোর: যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
বাগাতিপাড়া ও লালপুরে উপজেলা পরিষদ চত্বরে শোক দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও আলোচনাসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। নাটোর শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্যে দিয়ে দিবসটির উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
গুরুদাসপুরে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও
পরে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর মোড়ালে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা ।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি