নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি চালু করেছে আলোর ফেরিওয়ালা

পিবিএ,গুরুদাসপুর,নাটোর: শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানে পবিত্র রমজান উপলক্ষে “আলোর ফেরিওয়ালা”কার্যক্রমের আওতায় মাঠ পর্যায়ে বিশেষ সেবা চালু করেছে গুরুদাসপুর জোনাল অফিস নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-২।

রোববার সকালে গুরুদাসপুর জোনাল অফিস নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে দেখাগেছে প্রায় ১০-১৫টি আলোর ফেরিওয়ালা অটোভ্যান সমিতির আওতায় থাকা দুর্গম এলাকা গুলোতে সেবা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

গুরুদাসপুর জোনাল অফিস নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মো.মহিতুল ইসলাম বলেন, আলোর ফেরিওয়ালা পোগ্রাম আমাদের অনেক আগে থেকেই চালু রয়েছে। তারপরও পবিত্র রমজান উপলক্ষে কেউ যেন বিদ্যুৎ ভোগান্তির মধ্যে না পড়ে তার জন্য ২৪ ঘন্টা আমাদের আলোর ফেরিওয়ালা সেবা চালু আছে। গুরুদাসপুর শতভাগ বিদ্যুতায়ন উপজেলা। তারপরও দু-একটা আবেদন অফিসের আসার কিছুক্ষন পরেই তাদের লাইন চালু করে দেওয়া হয়। এবং আলোর ফেরিওয়ালাদের কাছে ভ্রাম্যমান অভিযোগ দিলেও তারা তৎখনাত তার সমস্যা সমাধান করে দিবে। কেউ যদি সেহরীর সময়ও ফোন করে বলে, আমার বাড়িতে লাইনের সমস্যা । তৎখনাত সেখানে আলোর ফেরিওয়ালা টিম গিয়ে তার লাইনের সমস্যা সমাধান করে দিচ্ছে। আলোর ফেরিওয়ালা অভিযান সব সময় অব্যাহত থাকবে।

পিবিএ/এন/এইচ/হক

আরও পড়ুন...