পিবিএ,নাটাের: নাটোর আধুনিক সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ আনসারুল হক করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ও সুস্থ রয়েছেন।
তত্ত্বাবধায়ক করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেনে নাটোর সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ।
বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস হতে জানা যায় আধুনিক সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ আনসারুল হক করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন।
নাটোর সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, আধুনিক সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ আনসারুল হক করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। তার চিকিৎসায় ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন করোনার বিশেষজ্ঞ চিকিৎসক আনিসুজ্জামান। এছাড়াও হাসপাতালে চারজন আইসোলেশন রয়েছেন। এই নিয়ে নাটোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়াল ৩০৬ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন। আক্রান্ত সকলে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সকলেই সুস্থতার পথে রয়েছে। সকলকে সচেতন থাকতেও উপদেশ দেন তিনি।
পিবিএ/মো: রাশেদুল ইসলাম/এসডি