পিবিএ, নাটোর : নাটোর আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন।
তিনি সহ তার সংস্পর্শে থাকা আরো ২ জন চিকিৎসক ও একজন অফিস সহায়ক ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান ও আধুনিক সদর হাসপাতালের পরিচালক আসনারুল ইসলাম বিষয়টি নিশ্চত করেন।
আধুনিক সদর হাসপাতালের পরিচালক আসনারুল ইসলাম জানান, সদর হাসপাতালের এক চিকিৎসক করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তাদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে , নাটোর হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাসপাতালের ২ জন চিকিৎসক , ১ জন নার্স ও তাদের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ভাইরালোজি বিভাগে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, শুধু আক্রান্ত চিকিৎসকের রুম বন্ধ রাখা হয়েছে। এছাড়া আউটডোর, ইনডোরসহ সকল চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এমএ