নানা জল্পনা কল্পনার পর অবশেষে রাজধানীর হাতিরঝিল ছাড়ছে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। আগামী ৩ এপ্রিল উত্তরায় দুই টাওয়ারসমৃদ্ধ বহুতল ভবনে যাচ্ছে সংগঠনটির নতুন অফিস। উত্তরার তৃতীয় পর্বের ১৭ নম্বর সেক্টরে (দিয়াবাড়ি এলাকায়) নির্মাণাধীন নতুন ভবনটির ইতিমধ্যে চারটি ফ্লোর তৈরি হলেও আপাতত ব্যবহারের জন্য দুটি ফ্লোর প্রস্তুত করা হচ্ছে। এ লক্ষ্যে গ্যাস, পানি, বিদ্যুত্, যাতায়াতের ব্যবস্থাসহ প্রয়োজনীয় পরিষেবার কাজও দ্রুতলয়ে এগিয়ে চলছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: পিবিএ