নানা সমস্যায় জর্জরিত বাগেরহাটের কোমরপুর মসজিদ

Bagerhat-Photo-1(09.04.2019

পিবিএ,বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ানের কোমরপুর পূর্বপাড়া পুরাতন জামে মসজিদটি নানা সমস্যায় জর্জরিত।অত্র এলাকার ধর্মপ্রান মুসলমানদের একমাত্র ধর্মীয় উপশনালয়, এই মসজিদটি অত্র এলাকার মুসল্লিরা ১৯৮১-৮২ সালে সোনাই মোল্লার নিজ জমিতে নির্মান করেন। অদ্যবধি পাইনি কোন অনুদান যার কারনে মসজিদ কমিটি মুসাল্লিেিদর জন্য কোন সুযোগ সুবিধা বাড়াতে পারেনি।

সরজমিনে ঘুরে দেখাগেছে অত্র মসজিদের অবকাঠামোর জনিত অনেক সমস্যায় জর্জরিত যেমন এই মসজিদটিতে নেই ছাদ,বৈদুতিক সু-ব্যাবস্থা, নেই মুসল্লিদের জন্য অযূ করার সু-ব্যবস্থা এছাড়াও জুমাসহ বিশেষ দিনে মসজিদের বাহিরে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতে হয় মুসাল্লিদের।

মসজিদের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্লা এ প্রতিবেদককে জানান, আমরা আপনাদের মাধ্যমে এলাকার মাননীয় সংসদ সদস্য ও বিত্তবান ব্যাক্তি এবং স্থানীয় সরকারের মাধ্যমে এই একমাত্র মজজিদটির সার্বিক উন্নয়ন ও মুসাল্লিদের নামাজ আদায়ের সু-ব্যবস্থা গ্রহনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...