মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. সুজন মিয়াকে (১৮) ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২৯ সেপ্টেম্বর শনিবার ভোরে ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালাই থানা পুলিশের চৌকস দল। এসময় অপহৃতা নাবালিকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছত্রগ্রামের মজিবর রহমানের ছেলে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অপহরণ, মুক্তিপণ দাবি ও গনধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা গত ১১ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুই জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি এফআইআর হিসেবে কালাই থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৮/৯(৩) ধারায় রুজু করা হয়। যার থানার মামলা নং—১৩।
পরবর্তীতে আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় কালাই থানা পুলিশ এজাহার নামীয় আসামী সুজনকে গ্রেফতার ও অপহৃতা ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হয়। মামলার পলাতক অপর আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামি সুজন মিয়াকে জয়পুরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।