পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর

নামটিও নিজের পরিবারের মাঝে গভীরতা

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দলে ত্যাগ, যোগ্যতার বিবেচনায়, সত্যের বাটখারায়, অতীত কর্মকান্ডের মানদন্ডে মুল্যায়নের প্রশ্নে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নামটিও নিজের পরিবারের মাঝে গভীরতা স্থান করে আছে। কংজরী চৌধুরী খুব সাধারণ মানুষের নেতা। কোন দম্ভ, অহংকার ছিল না বর্তমানেও নেই। রাজনীতির সৌন্দর্য্যটুকু মানুষটির মধ্যে প্রবলভাবে উপস্থিতি বুদ্ধিমতা প্রখর। মাঠ পর্যায়ে রাজনীতি করে আসা আওয়ামীলীগ অন্তপ্রান নিবেদিত এই মানুষটি জেলা আওয়ামীলীগের বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি।

আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বা পরিবারের খুশি উপলক্ষে আনন্দ ভাগ করে নেওয়াটাও সম্পর্কের দাবি। কখনো অফিসে, কখন রাজনীতির মাঝে, কখনো কখনো প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ছুটে চলছেন এই মানুষটি। একটিই লক্ষ্য সরকারের সফল ডিজিটাল বির্নিমানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য প্রান্তিক সকল জনগোষ্টির উন্নয়ন বাস্তবায়ন করা। শত ব্যস্ততার মাঝেও সাদা মনের এই মানুষটি সময় দেন পরিবার-পরিজনের মাঝে।

পিবিএ/চাইথোয়াই মারমা/এসডি

আরও পড়ুন...