নারায়নগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশিক গ্রেপ্তার

রাজধানী হাতিরঝিল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আশিক আহমেদ (৩২)’কে শনিবার (৮ মার্চ) দুপুরে নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-১১।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ আশিক আহমেদ (৩২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) এর মাদক মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপুস্থিতিতেই অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ আশিক হোসেন (৩২)’কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৩ মাসের কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে।

উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার (৮ মার্চ) দুপুরে নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...