পিবিএ,ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কদমতলী পুল এলাকার“এম হোসেন জেনারেল হাসপাতাল” হতে ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তার কে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি )রাত সাড়ে ১০ টার সময় গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব জানায়,গ্রেফতারকৃত ফাহমিদা আলম দীর্ঘদিন নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে এই হাসপাতালে নিয়মিত রোগী দেখে আসছে। ম্যাটস থেকে ডিপ্লোমা কোর্স করা ফাহমিদা আলম হাসপাতালে আলট্রাসনোর টেকনিশিয়ান হিসেবে চাকুরি নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও সেই পরষ্পর যোগসাজসে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখা শুরু করে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এম হোসেন জেনারেল হাসপাতাল’কে বন্ধ করে দেয়া হয়েছে।
পিবিএ /হক