পিবিএ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সদর উপজেলায় মাদক বিরোধী র্যালি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আরজু বেগম (৪৮) নামের এক প্রতিবাদী নারীকে কুপিয়ে, পিটিয়ে আহত করে পরে ইলেক্ট্রিক শর্ট দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার র্যালি বাগান এলাকার আরজু বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরজু বেগম তিন কন্যা ও এক ছেলে সন্তানের জননী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকালে র্যালি বাগান এলাকায় স্থানীয় প্রতিবাদী নারীরা মাদক বিরোধী র্যালি করায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা চড়াও হয়ে আরজু বেগমের বাড়িতে হামলা চালায়। তারা আরও বলেন, দলবদ্ধ হয়ে আরজুর বাড়িতে ডুকে এলোপাথারী পিটিয়ে আহত করেন। পরে তাকে ইলেক্ট্রিক শর্ট দেয়। এতে আরজু বেগমের মৃত্যু হয়।
নিহত আরজু বেগমের মেয়ে জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন, রমজান, লিজা আকতার, আসমা বেগম আমার মা কে পিটিয়ে, কুপিয়ে, ইলেক্ট্রিক শর্ট দিয়ে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, জানতে পেরেছি র্যালি বাগান এলাকায় মাদক বিরোধী র্যালিকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়েছে। পরে তিনি মারা গেছেন। তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
পিবিএ/পিএম/এমএসএম