নারীর নিরাপদ পথচলায় কাজ করছে “স্বস্তি”

পিবিএ,নোয়াখালী:“মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে নারীর নিরাপদ পথচলা নিশ্চিতকরণে আত্মপ্রকাশ করেছে নারী কেন্দ্রীক সংগঠন “স্বস্তি”। ২০১৯ সালের ফেব্রুয়ারীতে মাত্র ৯ জন সদস্য নিয়ে চট্টগ্রামে আতপ্রকাশ করা নতুন এই সংগঠনটি চট্টগ্রাম মহানগরীতে কর্মজীবি নারী, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং গৃহিণীদের যানজটময় নগরীতে পরিবহন অব্যবস্থাপনা ও নারীর প্রতি নিপীড়ন প্রতিরোধে নিরাপদ পথচলার অংশ হিসেবে ‘স্কুটি’ ও ‘বাইসাইকেল’ চালানোর প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে ইতিমধ্যে শতাধিক নারী ও তরুণীকে স্কুটি ও বাইসাইকেল চালানোর প্রশিক্ষণ প্রদান করেছে।

নারীর নিরাপদ পথচলায় কাজ করছে “স্বস্তি”
নারীর নিরাপদ পথচলায় কাজ করছে “স্বস্তি”

বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য ৪টি স্কুটি রয়েছে। ক্রমান্বয়ে এর জনপ্রিয়তা বেড়ে দিন দিন এই সংগঠন থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত স্কুটি ও বাইসাইকেল চালানোর প্রশিক্ষণ গ্রহণ করছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক কাওসার জাহান চৌধুরী পিবিএ’কে জানান, “বর্তমান দেশে যে হারে নারীর প্রতি নিপীড়ন, পরিবহনে যৌন হয়রানি, চাহিদার তুলনায় গণপরিবহণ স্বল্পতা, যানযটময় নগরীতে নিদিষ্ট গন্তব্যে নারীদের দ্রুত যাতায়াতে অনিশ্চয়তাসহ নানাবিধ সমস্যার সমাধানকল্পে নারীদের মুক্তির পথ হিসেবে স্কুটি ও বাইসাইকেল চালানোর প্রশিক্ষণ প্রদান করে আসছি।”

নারী উন্নয়নে আগামীতে সংগঠনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে কাওসার জাহান চৌধুরী বলেন, “যেহেতু সংগঠনটির আতœপ্রকাশ চট্টগ্রামেই, সেহেতু প্রথমে চট্টগাম মহানগরীতেই কর্মজীবি নারী, গৃহিণী ও স্কুল-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে স্কুটি ও বাইসাইকেল প্রশিক্ষণ প্রদান করবো। ধীরে ধীরে আমাদের কর্মপরিধি বাড়াবো।

পিবিএ/আরইউ/আরআই

আরও পড়ুন...