নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে সিরাজগঞ্জে মানববন্ধন

পিবিএ,সিরাজগঞ্জ :নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ মহাপ্রভুর আখড়ার সামনে “ ধর্ষন মুক্ত নিরাপদ দেশ চাই,মা,বোনদের নিরাপত্তা চাই” এ স্লোগান কে সামনে রেখে ফেনির নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মন্ডল, গাজী পুরের মনিকা গোমেজ এর হত্যাকারীদের বিচার এবং সকল সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডভোকেট বিমল কুমার দাস।

এছাড়া বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসস্ট্রিজ এর প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম আবু ইউসুফ সুর্য, এ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, সাবেক অধ্যাপিকা করুনা রানী সাহা, শ্রী শ্রী মহা প্রভুর আখড়া মন্দিরকমিটি ও ঘুড়কা মহাশ্মশান কালীমাত মন্দির কমিটি এর সভাপতি প্রদীপ কুমার বসাক প্রমূখ। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাদারণ সম্পাদক সঞ্জয় সাহা,সহ সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সান্যাল, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসূচী পরিচালনা করেন বাবু সুকান্ত সেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...