নারী দিবসের জন্য বিরাটের বার্তা

kohli

পিবিএ ডেস্ক : নারী দিবসের আগে মেয়েদের সম্মান দেখানোর জন্য অভিনব বার্তা দিলেন বিরাট কোহলি। টুইটারে এক ভিডিও বার্তায় বুধবার বিরাট বলেছেন, শুধু নারী দিবসই নয়, রোজই সম্মান দেখাতে হবে মেয়েদের। তার কথায়, ‘শুধু আজ, আগামীকাল বা গতকালই নয়, প্রতিদিনই কেন সম্মান করা হবে না মেয়েদের? একটা দিন এবং বাকি ৩৬৪ দিন, নারী দিবস প্রতিদিনই।’

এসবের সঙ্গে কাল শুক্রবার রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে’তে নামার আগে বিজয় শঙ্করকে নিয়ে উচ্ছ্বসিত ক্যাপ্টেন কোহলি। নাগপুরে দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয়ের পর ‘চাহল টিভি’-তে এসেছিলেন বিরাট ও বিজয়। সেখানেই বিরাটের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন যুজবেন্দ্র চাহল, ‘শেষ ওভারে তোমার হাতে দু’টো বিকল্প ছিল, কেদার যাবদ আর বিজয় শঙ্কর। শেষ পর্যন্ত বিজয়কে বেছে নেওয়ার কারণ কী?’ রহস্য ভাঙলেন বিরাট। তার জবাব, ‘স্পিনারকে স্টেপ আউট করে ছয় মেরে দেওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সে জন্য পেসারের ভাবনা। তাছাড়া বল রিভার্স করছিল। তাই আমার মনে হয়েছিল শেষ ওভারে পেসারই কার্যকরী ভূমিকা নেবে। সেজন্যই বিজয়কে বল দেওয়ার সিদ্ধান্ত।’

দুরন্ত বোলিংয়ের আগে দায়িত্বশীল ব্যাটিংও করেছেন বিজয়। বিরাটের সঙ্গে জুটি বেঁধে। ৪৬ রানের মাথায় রান আউট না হলে প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরিটা আসত। বিজয় অবশ্য আত্মবিশ্বাসী ধারাবাহিকতা দেখিয়ে যাওয়ার ব্যাপারে। ব্যাটে-বলে যতই সাবলীল হন, হিন্দি বলায় ততটা সড়গড় নন এই তামিল যুবক। তবে বিরাট যে তাকে নিয়ে বেশ খুশি, তা গোপন করেননি। বলেছেন, ‘বিজয় আমার ব্যাটিংয়ে কাজটা অনেক সহজ করেছে।’

এদিকে শিখর ধাওয়ানের পারফরম্যান্সে সব দিকেই হতাশা। শেষ ১৫টা ইনিংসে দিল্লির ওপেনারের রান মাত্র ৩৭৬, ব্যাটিং গড় ২৬.৮৫। শিখরের টেকনিকে কোনও সমস্যা নেই। বরং তার সমস্যা মানসিক বলেই মনে করছেন প্রাক্তনরা। দিল্লি টিমে শিখরের এক সময়কার সতীর্থ ওপেনার আকাশ চোপড়া যেমন বলছেন, ‘এটা মানতে কোনও দ্বিধা নেই যে, ধাওয়ান খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় না, বাকি তিনটে ম্যাচে সেটা বদলাবে। ’ অবশ্য তার আগে বাদও যেতে পারেন ধাওয়ান। তার জায়গায় লোকেশ রাহুলকে ওপেন করানোর দাবি উঠে গিয়েছে। কারণ বিশ্বকাপে তৃতীয় ওপেনার হিসেবে রাহুলের স্কোয়াডে থাকা এক রকম নিশ্চিত।

পিবিএ/জিজি

আরও পড়ুন...