নারী দিবসের মিছিলে নেতৃত্ব দেবেন মমতা

mamata

পিবিএ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো একের পর এক প্রকল্পে রাজ্যের নারীদের উন্নয়নের ছবি তুলে ধরতেই আগামী শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের মহিলা শাখার ওই মিছিলে মমতা নেতৃত্ব দেবেন। এ বারের আন্তর্জাতিক মহিলা দিবসেরথিম ‘ব্যালান্স ফর বেটার’। তৃণমূলের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘নারীর প্রাপ্য অধিকার ও সম্মানের জন্য এ রাজ্যে একের পর এক সরকারি প্রকল্প হয়েছে।ওই সব প্রকল্পে রাজ্যের নারীরা যে অগ্রাধিকার ও সুবিধা পাচ্ছেন তা প্ল্যাকার্ড, ব্যানারে তুলে ধরা হবে। একই সঙ্গে, নারীদের জন্য কেন্দ্রীয় প্রকল্পে যে আদতে কোনও সুবিধা মেলে না, সেই অভিযোগও তুলে ধরা হবে।’

অন্যদিকে, ওই দিন একই সময়ে বিজেপিও পথে নামছে। মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে তারা। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এখানে নারী নির্যাতন বেড়েই চলেছে। তার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি।’ বিভিন্ন সময়ে নিহত এ রাজ্যের সেনাদের মা এবং স্ত্রীদের বিশেষ সম্মানও ওই দিন দেবে বিজেপি। সিপিএমও ওই দিন দুপুরে রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কণীনিকা ঘোষের বক্তব্য, ‘নারীদের উপর অত্যাচার বন্ধ ও বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে আমাদের মিছিল হবে নারী দিবসে।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...