পিবিএ স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। বুধবারের ম্যাচে ইংলিশদের ২-১ গোলে হারায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফাইনাল নিশ্চিত করতে সুইডেনকে ১-০ গোলে হারায় নেদারল্যান্ড।
এনিয়ে পঞ্চমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনাল খেলবে যুক্তরাষ্ট্র। আর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল নেদারল্যান্ড। শেষ চারের প্রথম ম্যাচে ক্রিস্টেন প্রেস ও অ্যালেক্স মরগ্যানের গোলে ইংল্যান্ডকে হারায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ এসেছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন স্টেফ হাউটন।
অপর সেমিফাইনালে টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় পেয়েছে নেদারল্যান্ড। দুইবারের সেমিফাইনালিস্ট, এবারের টুর্নামেন্টের হট ফেবারিট সুইডিশদের হারাতে যোগ করা সময়ের ৯৯ মিনিটে গোল করেন জ্যাকি গ্রোয়েনেন। নারী বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই ফ্রান্সের লিঁওতে।
পিবিএ/বাখ