পিবিএ,নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে জাতিয় ভোক্তা অধিদপ্তর ও বাজার মনিটরিং সংরক্ষণ অভিযান চালিয়ে নালিতাবাড়ী বাজারের দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ আগস্ট বুধবার দুপুরে নালিতবাড়ী বাজারের একটি বেকারি ব্যবসায়ীকে জাতিয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং সংরক্ষণ আইনের খাদ্যদব্যে ক্ষতিকর রং মেশানোর জন্য ১০ হাজার ও একটি ঔসধ ব্যাসায়ীকে মেয়াদ উত্তির্ণ ও নমোনা ঔষধ রাখার জন্য ১০ হজার টাকা জরিমানা করা হয়। জাতিয় ভোক্তা সংরক্ষণ ও বাজার মনিটরিং পরিচালনার সময় এ জরিমানা করা হয়। শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আরিফুল ইসলাম এর নেতৃত্বে বাজার মরিটরিং কারার সময় এ জরিমানা করা হয় বলে সূত্র জনায়।
পিবিএ/আব্দুল মোমেন/এসডি