নালিতাবাড়ীতে সফল কবুতর পালনকারী সামিউল হক

আব্দুল মোমেন, নালিতাবাড়ী (শেরপুর): সকেরবসে কবুতর পালন করে এখন অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছে শেরপুরের নালিতাবাড়ী শহিদ মুক্তিযোদ্ধা কলেজের ইংরেজি প্রভাষক সামিউল হক।
প্রভাষক সামিউল হক ২০১৮ সালের জানুয়ারি মাসে সকের বসে ৬ হাজার টাকার ৪ জুড়া কবুতর কিনে নালিতাবাড়ী পৌরসভার চকপাড়াস্থ নিজ বাসায় কবুতর লালন পালন শুরু করে। গতদের বছরে প্রায় ৫০হাজার টাকার কবুতর বিক্রি করা হয়েছে। এখন তার খামারে দেশিবিদেশি মিলে প্রায় ৮০ হাজার টাকার কবুতর রয়েছে। প্রকার ভেদে কবুতরের দাম কমবেশি হয়। বর্তমানে তার কাছে যে কবুতর গুলো রয়েছেতার দাম প্রকারবেদে ১ হাজার ৫শ থেকে ৫হাজার পর্যন্ত দম রয়েছে।

খামার ঘুরে দেখা যায়, ভিবিন্ন প্রকার বুতরের মধ্যে রয়েছে জার্মানীসীল, মেগপাই, সিরাজী, গ্রীবাস,সুয়াচন্দন, হুমার ঢেউ চেকার, কালো হোমার, সাদা হোমারসহ বেশকয়েক প্রকার রং বেরং এর কবুতর। কবুতরগুলো দেখতে অনেক সুন্দর ও আর্কষনীয়।

এসব জাতের কবুতর গুলো বছরে ৮ থেকে ১০ জোড়া বাচ্চাদেয়। ঘরের মধ্যে অল্প জায়গায় খাচা দিয়ে পালন করা যায় তাই হারানো ভয় থাকে না। খাদ্য ও ঔষধ সহজ লভ্য। স্থানীয় পশুসম্পত হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেওয়া যায়।

কবুতর পালন কারী প্রভাসক সামিউল হক বলেন, কবুতর পালন অনেক লাভজনক ব্যাবসা আমার চাকরি থাকার কারনে বেশি সময় দিতে পারিনা বিধায় খামার বড় করতে পারছিনা। তবে বেকার যুবকরা এপেশায় আসলে অল্প পুজিতে লাভবান হতে পারবে বেকারত্বে অভিসাপ থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে পারবে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...