পিবিএ,নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও পৌরভার সাবেক মেয়র জেলা আওয়ামীলীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০)। রোববার রাত ১১টা ১০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।মৃত্যু কালে ১ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ জুন আব্দুল হালিম উকিল করোনায় আক্রান্ত হন। এরপর থেকেই তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে চিৎসাধীন অবস্থায় ছিলেন।
সোববার বাদ আছর মরহুমের আড়াইআনি বাজারস্থ নিজ বাড়িতে জানাযা শেষে চক ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
পিবিএ/আব্দুল মোমেন/এসডি