মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতা মামলায় জামায়াতের ৩৮ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েচে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত জয়পুরহাট।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর,পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী সহ অভিযুক্ত ৩৮ জনকে পাঁচবিবির মোহাম্মদপুর নিকড় দীঘি নান্দুলা হাফেজিয়া মাদ্রাসা তাফসির মাহফিলে নাশকতার (জি আর ৬/১৭ সন্ত্রাস) মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
জানা যায় ২০১৫ সালের ৩১ অক্টোম্বর পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নিকড় দীঘি নান্দুলা হাফেজিয়া মাদ্রাসায় তাফসির মাহফিল থেকে ফিরার পথে প্রধান বক্তা মাওলানা বেলালী সাহেব ও তৎকালীন ছাত্রশিবিরের জেলা সভাপতি বর্তমান সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন আমিরুল ইসলাম, বেলালী সাহেবের সফর সঙ্গী মাওলানা আব্দুর রহমান গাজিকে গ্রেফতার করে।
পরের দিন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও মোহাম্মদুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নুর হোসেন আকন্দ বাবু সহ জামায়াত ও শিবিরের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলাটি করা হয়।
মামলাটির চার্জ গঠনের প্রক্রিয়াধীন ছিল। অতিরিক্ত দায়রা জজ আদালত এই মামলার সকল আসামীদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।