মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের মাধ্যমে করোনা ক্ষতিগ্রস্থ ৩৯৫ জন লোকের মাঝে সরকারের দেওয়া বরাদ্দ নগদ টাকা, চাউল ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৩০০ জন ক্ষতিগ্রস্থ মহিলা পুরুষের মাঝে মানবিক ত্রাণ হিসাবে ২০ কেজি চাউল, নগদ ১০০ টাকা, ৫০ জন গর্ভবর্তী মহিলার মাঝে ১০ কেজি চাউল, নগদ ২০০ টাকা, ৪৫ জন মহিলার মাঝে ১০ কেজি চাউল,নগদ ২০০ টাকা ও শিশু খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার মুকুল, ট্যাগ অফিসার নাসিরনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান, ইউপি সদস্য জিয়াউর রহমান, হাদিস চৌধুরী, আব্দুল করিম, রফিজ উদ্দিন, মহিলা সদস্য হাবিবা খাতুন,নেহেরা খাতুন, কাজল রানী দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
পিবিএ/মোঃ আব্দুল হান্নান/এসডি